মিল্ক ভিটায় শ্রমিক অসন্তোষ, দুধ সরবরাহ বন্ধ
চাকরিতে পুনর্বহাল নিয়ে শ্রমিকদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে মিল্ক ভিটায়। সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে দেশের বৃহত্তম দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানায় আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। শ্রমিক অসন্তোষের কারণে ঢাকায় দুধ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
চাকরিতে পুনর্বহালের দাবিতে মিল্ক ভিটার চাকরিচ্যুত ৭০ জন শ্রমিক কর্মচারী কারখানার মূল ফটকের সামনে আজ সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত শ্রমিকরা ঢাকায় দুধ সরবরাহ বন্ধ করার ঘোষণা দেন। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
আন্দোলনকারী শ্রমিক নেতা শফিকুল ইসলাম স্বপন এনটিভি অনলাইনকে বলেন, ‘গত চারদলীয় জোট সরকার আমলে নিয়োগকরা ৪০০ জন শ্রমিক-কর্মচারীকে অতিরিক্ত আখ্যা দিয়ে এক-এগারোর সময় ছাঁটাই করা হয়। এদের মধ্যে বেশির ভাগ শ্রমিক-কর্মচারী পর্যায়ক্রমে চাকরি ফিরে পেয়েছেন। এর মধ্যে উত্তরবঙ্গের ৭০ জন শ্রমিক-কর্মচারী চাকরি ফিরে না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। নানাভাবে আশ্বস্ত করা হলেও দীর্ঘদিনেও তাঁরা চাকরি ফিরে পাননি। তাই চাকরি ফিরে পাওয়ার একদফা দাবিতে শ্রমিকরা অবস্থান ধর্মঘট করছেন।’
চাকরিবঞ্চিত শ্রমিক-কর্মচারীরা গত বুধবার বিকেল থেকে মিল্ক ভিটার মূল ফটকে অবস্থান নিয়েছেন। অবস্থান কর্মসূচির কারণে মিল্ক ভিটা কারখানায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না।
কারখানায় খামারিদের দুধ সংগ্রহ করা হলেও গতকাল বিকেলে প্রায় ৫০ হাজার লিটার দুধ ও আজ সকালে লক্ষাধিক লিটার দুধ ঢাকায় পাঠাতে দেননি আন্দোলনকারীরা।