বিচারপতি হাবিবুর রহমান খান চিরনিদ্রায় শায়িত
চিরনিদ্রায় শায়িত হলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি হাবিবুর রহমান খান। বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জের সেওতা কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাবিবুর রহমান খান মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে হাবিবুর রহমান খানের মরদেহ মানিকগঞ্জ শহরের সেওতা এলাকার বাড়িতে আনা হয়। আসরের নামাজের পর নিজ বাড়ির মাঠে তাঁর আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালামসহ অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।
১৯৩০ সালের ৫ জানুয়ারি মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন বিচারপতি হাবিবুর রহমান খান। তিনি ঢাকা বারের সভাপতি, সুপ্রিম কোর্ট বারের সহসভাপতি, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও ট্রুথ কমিশনের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকাস্থ মানিকগঞ্জ জেলা সমিতিরও অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।