রেললাইনে দাঁড়িয়ে মোবাইলে কথা, প্রাণ গেল শিক্ষার্থীর

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ। ফাইল ছবি

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় শিমুল সূত্রধর (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিমুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত শিমুল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রঞ্জিত সূত্রধরের ছেলে। তিনি মিরপুর প্যারা মেডিকেলের শিক্ষার্থী ছিলেন এবং শেওড়াপাড়া এলাকায় থাকতেন।

শিমুলের মামা রিন্টু সূত্রধর জানান, গতকাল সন্ধ্যায় মহাখালীতে একটি ট্রেনের ধাক্কায় আহত হন শিমুল। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে শিমুলকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রিন্টু সূত্রধর আরো জানান, শিমুল রেললাইনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। পরে একটি ট্রেনের হাতলের সঙ্গে ধাক্কা খান শিমুল।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।