কিবরিয়া হত্যা মামলা

সম্পূরক অভিযোগপত্র আবার জমা দেওয়ার নির্দেশ

Looks like you've blocked notifications!
শাহ এ এম এস কিবরিয়া। ফাইল ছবি

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার তৃতীয় দফা সম্পূরক অভিযোগপত্রে (চার্জশিটে) ভুল করায় আদালতে দুঃখ প্রকাশ করেছেন তদন্তকারী কর্মকর্তা সিলেট অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন্নেছা পারুল।

আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানার আদালতে তিনি দুঃখ প্রকাশ করেন।

অভিযোগপত্রে ভুল করার জন্য গত ১০ ফেব্রুয়ারি আদালত তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন। আজ তার জবাব দেন এই তদন্ত কর্মকর্তা।

পারুলের জবাব গ্রহণ করে আদালত ভুল সংশোধন করে আবার সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া আদালত জানতে চান, এ মামলার পলাতক আট আসামির মালামাল জব্দের আদেশ কার্যকর হয়েছে কি না। জবাবে তদন্ত কর্মকর্তা পারুল জানান, তিন আসামির মালামাল জব্দ জারি করা হয়েছে। হরতাল-অবরোধের কারণে বাকিদের ক্ষেত্রে তা জারি করা যায়নি। বাকিদের ক্ষেত্রে তা জারি করার জন্য সময় প্রার্থনা করেন তিনি।