চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে জলদস্যু’ নিহত

Looks like you've blocked notifications!

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তির নিহতের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নিহত বাহাদুরকে (৪২) ডাকাত বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার এএসপি মাসকুর রহমানের ভাষ্য, গোপন খবরের ভিত্তিতে আজ রোববার ভোররাতে র‌্যাবের একটি দল বাঁশখালী উপজেলার ছোট ছনুয়ার পুঁইছড়ি এলাকায় গেলে জলদস্যুদের দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জানমাল রক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে জলদস্যুরা পিছু হটে পালিয়ে যায়।

‘পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ লাশ এবং দুটি অস্ত্র ও ২৩ রাউন্ড গুলি পড়ে থাকতে দেখে। পরবর্তী সময়ে স্থানীয় লোকজন নিহত ব্যক্তিকে স্থানীয় কুখ্যাত বাহাদুর ডাকাত হিসেবে চিহ্নিত করে,’ বলেন র‌্যাবের ওই কর্মকর্তা।

নিহত বাহাদুরের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র, খুন, ডাকাতিসহ সাতটির বেশি মামলা রয়েছে বলেও জানান এএসপি মাসকুর রহমান।