কুড়িগ্রামে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের হাত থেকে মাদকদ্রব্যসহ আটক আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আসামি ছিনতাইয়ের সঙ্গে আসামির পরিবার ও মাদক ব্যবসায়ীরা জড়িত বলে জানিয়েছে পুলিশ। এ সময় উপপরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ ও কনস্টেবল আজমল আহত হন।
গতকাল বুধবার মধ্যরাতে ফুলবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা বেড়াকুটি গ্রাম থেকে ৩৪ বোতল ফেনসিডিলসহ নমিজ উদ্দিনকে (৩৪) আটক করে পুলিশ। তাঁকে থানায় নিয়ে আসার সময় বেড়াকুটি এলাকায় নমিজের স্ত্রীসহ পরিবারের লোকজন ও মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায় এবং তাঁকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ফুলবাড়ী থানায় পৃথক দুটি মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ায় আসামি নমিজ উদ্দিনসহ ১৬ জন এবং অজ্ঞাতপরিচয় আরো ২০ জনের নামে মামলা হয়েছে। এ ছাড়া মাদক আইনে পৃথক আরো একটি মামলা করা হয়েছে। আসামি ধরার চেষ্টা অব্যাহত আছে। নমিজের নামে ফুলবাড়ী থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।