ভেরি রং অব দেম, বিদেশি রাষ্ট্রদূতদের অর্থমন্ত্রী

Looks like you've blocked notifications!
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

বাংলাদেশে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের সতর্কতা জারি করার বিষয়টি খুব অন্যায় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব বলেন অর্থমন্ত্রী। 

অর্থমন্ত্রী বলেন, দুই বিদেশি হত্যা নিয়ে বিদেশিরা যা করছে তা মাত্রাতিরিক্ত। এ পরিস্থিতিতে পোশাকশিল্পে বিদেশি বিনিয়োগকারী কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ সংকট সাময়িক। দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যাতে এ রকম সংকট হতে পারে। তাই এতে পোশাকশিল্পে স্থায়ী কোনো প্রভাব পড়বে না। 

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ইটস ভেরি রং অব সারটেইনড অ্যাম্বাসেসিস টু ইস্যুস সাচ ডাইরেক্টিভস। ভেরি রং অব দেম। বাংলাদেশে এমন কোনো অবস্থা হয়নি যে এ রকম কোনো দরকার। নিউইয়র্কে কত হাজার লোক মারা যায়, কতটা বাঙালি তার মধ্যে?’

এ সময় বাংলাদেশকে আইএমএফের ঋণ দেওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘কোনো শর্ত নাই। যা ছিল সব হয়ে গেছে। শর্ত তারা দেয়। এটা নিয়ম তাদের। শর্ত নিয়ে যেটা আমার সাথে তাদের আলোচনা-তোমরা শর্ত দিবে না। আমার শর্ত যেগুলো আছে, সেগুলো নিয়ে করবে এবং সেভাবে তারা করেছে।’