চাকরি স্থায়ী করার দাবিতে বার্ন ইউনিটে অবস্থান কর্মসূচি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অস্থায়ী কর্মচারীরা স্থায়ী চাকরির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।
আজ রোববার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁদের এই অবস্থান কর্মসূচি চলে। বার্ন ইউনিটের চতুর্থ তলায় সমন্বয়ক ডা. সামন্তলাল সেনের কক্ষের সামনে তাঁরা এই অবস্থান কর্মসূচি পালন করেন।
বার্ন ইউনিটের কর্মচারী মো. জীবন মিয়া বলেন, ‘আমরা বার্ন ইউনিট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিনা চাকরিতে, বিনা বেতনে কাজ করে আসছি। দীর্ঘদিন ধরে আমরা আমাদের স্থায়ী চাকরির দাবি করে আসছি। এর আগেও কয়েক দফায় আন্দোলন, কর্মসূচি করেছি। আশ্বাসেও কোনো সমাধান না হওয়ায় আজ এ অবস্থান কর্মসূচি পালন করছি। আগামীকালও একটি সময়ে এই কর্মসূচি পালন করা হবে।’ কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা বিভিন্ন স্লোগান দেন।
ঢামেক বার্ন ইউনিট সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বলেন, ‘গত ১০ বছর ধরে তাদের স্থায়ী চাকরির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তাদের কর্মসূচি যৌক্তিক। তাদের সঙ্গে আজও কথা বলেছি। তাদের বলেছি, আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকছে না। আজকের এই বিষয়টি নিয়ে আবারও আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করব।’