গয়েশ্বর রায় বললেন

সংসদে যাওয়ার সিদ্ধান্ত সঠিক না ভুল, পরে প্রমাণিত হবে

Looks like you've blocked notifications!
আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : এনটিভি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত পাঁচ সংসদ সদস্য শপথ নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল, নাকি ভুল ছিল—সেটি ভবিষ্যতেই প্রমাণিত হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় গয়েশ্বর রায় এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা যেহেতু সংসদে শপথ নিয়ে নিয়েছি, সেহেতু এ বিষয়ে কোনো কথা বলার সুযোগ নেই। সিদ্ধান্ত সঠিক না ভুল ছিল, সেটা পরে প্রমাণিত হয়। কিন্তু দল পরিচালনা করতে হলে অনেক সময় তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হয়। দলীয়ভাবে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়, আমাদের উচিত তা মেনে কাজ করা।’

দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে সমালোচনা দলের মধ্যে আস্থা ও বিশ্বাস কমায় উল্লেখ করে গয়েশ্বর রায় আরো বলেন, ‘আমরা কারো বিরুদ্ধে সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করে সংশোধনের মাধ্যমে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলি। এতে দল শক্তিশালী হবে, দলের মধ্যে আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাবে।’