সুবীর নন্দীর অবদান জাতি দীর্ঘকাল স্মরণ রাখবে : রাষ্ট্রপতি

Looks like you've blocked notifications!

বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, তাঁর মৃত্যুতে দেশের সংস্কৃতির অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। সংগীত ও সংস্কৃতির ক্ষেত্রে তাঁর অবদান জাতি দীর্ঘকাল স্মরণ রাখবে।’

রাষ্ট্রপতি আজ মঙ্গলবার এক শোকবার্তায় সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বার্তা সংস্থা বাসস ওই তথ্য জানায়। সুবীর নন্দী ২০১৯ সালে একুশে পদক লাভ করেন।

একাধিক হার্ট অ্যাটাকের পরে শরীরের বিভিন্ন অঙ্গ নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণে আজ ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে এই সংগীতশিল্পী শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রাষ্ট্রপতি সুবীর নন্দীর বিদেহী আত্মার মুক্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সুবীর নন্দীকে গত ৩০ এপ্রিল সিঙ্গাপুরে নেওয়া হয়, এর আগে তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। গত ১৪ এপ্রিল শ্রীমঙ্গল থেকে ট্রেনে ঢাকায় ফেরার সময় অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়।