পটুয়াখালীতে ‘চোরকে’ গলা কেটে হত্যা
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বাদল আকন (৩২) নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে গলাচিপা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত বঙ্গবন্ধু আবাসিক এলাকার চর থেকে বাদলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গলাচিপা থানায় হত্যা মামলা হয়েছে।
নিহত বাদল ঝালকাঠী সদর উপজেলার ইন্দুকানির গোকুলছিরা বাজার এলাকার বাসিন্দা।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাকারিয়া দাবি করেন, নিহত বাদল আকন একজন চোর। এলাকায় চুরিচামারি করায় দুই মাস আগে তাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়। সেই থেকে তিনি বরিশালে বাসা ভাড়া করে স্ত্রীকে নিয়ে থাকতেন। গলাচিপায় কীভাবে ও কী উদ্দেশে এসেছিলেন এবং কারা মেরেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
জাকারিয়া জানান, বাদলের মৃতদেহের পাশে ট্রলার ইঞ্জিনের একটি হাতল পাওয়া গেছে। ট্রলার চুরির কোনো ঘটনা আছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার লাশ উদ্ধারের পর বাদলের স্ত্রী গলাচিপায় এসে লাশ শনাক্ত করেন। পরে ময়নাতদন্ত করার পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।