মানিকগঞ্জে ২৫ টাকার ইফিডিন ৪০০ টাকায় বিক্রি, ফার্মেসি মালিককে কারাদণ্ড

Looks like you've blocked notifications!
মানিকগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ওষুধ বিক্রির দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ পাওয়া ফার্মেসির মালিক রাজিব হোসেন। ছবি : ইউএনবি

মানিকগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ওষুধ বিক্রির দায়ে এক ফার্মেসির মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশ পাওয়া রাজিব হোসেন ২৫০ শয্যা জেলা হাসপাতাল সংলগ্ন মডার্ন ড্রাগস ফার্মেসির মালিক।

মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান খান বলেন, বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। মডার্ন ড্রাগস ফার্মেসিতে ৬ টাকা দামের প্যাথেড্রিন ২৫০ টাকায় এবং ২৫ টাকা দামের ইফিডিন ৪০০ টাকায় বিক্রি করতে দেখা যায়। এতে রাজিব হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ সময় ১৫ পিস ইফিডিন জব্দ করা হয় বলে জানান তিনি।