অ্যালোপ্যাথি ব্যবস্থাপত্র দেওয়ায় ইউনানি চিকিৎসককে জরিমানা

Looks like you've blocked notifications!
মানিকগঞ্জে অ্যালোপ্যাথি ব্যবস্থাপত্র দেওয়ার দায়ে ইউনানি চিকিৎসক মো. শামীম হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

মানিকগঞ্জে অ্যালোপ্যাথি ব্যবস্থাপত্র দেওয়ার দায়ে এক ইউনানি চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম এই অর্থ জরিমানা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ ওয়্যারলেইস গেট এলাকায় সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান আলাউল ইসলাম। সেখানে দেখতে পান, মো. শামীম হোসেন ইউনানি চিকিৎসক হয়েও অ্যালোপ্যাথিক ওষুধের ব্যবস্থাপত্র দিচ্ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে শামীম হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে দেন।

এদিকে, সিদ্দিকীয়া ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।