চাঁদা আদায় নিয়ে বাকবিতণ্ডা, গণপিটুনিতে একজন নিহত

Looks like you've blocked notifications!
গণপিটুনির মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে রুবেল। ছবি : এনটিভি

মৌলভীবাজার শহরতলীর হিলালপুর এলাকায় চাঁদা আদায় নিয়ে বাকবিতণ্ডার জের ধরে রুবেল মিয়ার নামের একজন গণপিটুনিতে নিহত হয়েছেন।

পুলিশের ভাষ্যমতে, নিহত রুবেল হিলালপুরের মৃত ছইদ উল্লাহর ছেলে। উঠতি সন্ত্রাসী রুবেলের নেতৃত্বে একটি বাহিনী রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হিলালপুর এলাকায় রুবেল মিয়া ও তার সহযোগীদের সঙ্গে এলাকার রুমান, তুহিন, রুহিন ও বাবুলের চাঁদা আদায় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষ ও স্থানীয় মানুষের গণপিটুনিতে রুবেল গুরুতর আহত হন।  আহত রুবেলকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথে রুবেল মারা যায়।

রুবেলের মৃত্যুর খবর শুনে তার বড় ভাই পীর আজাদের নেতৃত্বে রুবেলের সহযোগীরা সিলেট-মৌলভীবাজার সড়কে চলাচলকারী গাড়ি এলোপাতাড়ি ভাঙচুর শুরু করে। তাদের এই তাণ্ডব দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একটি সূত্র জানিয়েছে, রুবেলের বিরুদ্ধে মাদক, ছিনতাই, চুরি, ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিবে।