বিড়ির দাম কমাতে সাংসদের বাড়ির সামনে মানববন্ধন

Looks like you've blocked notifications!
আজ রোববার সকালে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের বাড়ির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে ঠাকুরগাঁও বিড়ি ভোক্তা পক্ষ। ছবি : এনটিভি

‘গরিব মানুষের বিড়ির দাম কমান’ স্লোগান সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকায় মানববন্ধন ও মিছিল করেছে ঠাকুরগাঁও বিডি ভোক্তা পক্ষ।

আজ রোববার সকালে রুহিয়া এলাকায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের বাড়ির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা চলতি অর্থবছরে বাজেটে বিড়ি শিল্পের ওপর কর বৃদ্ধি সম্পূর্ণরূপে প্রত্যাহার করা, ভারতের মতো বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা, ব্রিটিশ টোবাকোর ষড়যন্ত্র বন্ধসহ সাত দফা দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি টংক নাথ, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ। পরে একটি মিছিল বের হয়ে সংসদ সদস্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়।