তেঁতুলিয়ায় হা ডু ডু টুর্নামেন্ট শুরু
তেঁতুলিয়া উপজেলার আজিজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়েছে ‘মাজেদ স্যার স্মৃতি হা ডু ডু টুর্নামেন্ট’। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু (কাবাডি) খেলার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয় কবি জসীমউদদীন সংসদ এই টুর্নামেন্টের আয়োজন করে।
তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা রেজাউল করিম শাহীন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় আজিজনগর গবরা একাদশ ২-০ গেমে দর্জিপাড়া সমাজ উন্নয়ন ক্লাবকে হারিয়ে জয়লাভ করে।