প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

Looks like you've blocked notifications!
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহে শোভাযাত্রা বের করা হয়। ছবি এনটিভি

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ময়মনসিংহে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

আজ শুক্রবার বিকেলে জেলার ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে আনা হয় বিভিন্ন মণ্ডপের প্রতিমা। একে একে বিসর্জন দেওয়া হয় প্রতিমাগুলো। এর আগে শহরের দুর্গাবাড়ী মন্দির থেকে বের করা হয় বিজয়‍‍ শোভাযাত্রা।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাচারীঘাটে এসে শেষ হয়।