মুক্তি পেল বান্দরবানে অপহৃত তিনজন

Looks like you've blocked notifications!
ফাইল ছবি

বান্দরবানের বাইশারী-ঈদগড় সড়কের বমুবিলছড়ি থেকে অপহৃত সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ তিনজনকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে তাঁদের ঘটনাস্থলের পাশে ছেড়ে দেওয়া হয়।

বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অপহৃত বাইশারী ইউনিয়নের সাবেকসদস্য আবু তৈয়ব, ব্যবসায়ী আবু বক্কর ও চকরিয়ার বাসিন্দা শাহ আলমকে ভোর রাতে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। অভিযানের মুখে কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই দুর্বৃত্তরা তাঁদের ছেড়ে দেয়।

তবে স্থানীয় কয়েকটি সূত্রে জানা যায়, এক লাখ টাকা মুক্তিপণ নিয়ে তিনজনকে ছেড়েছে দুর্বৃত্তরা। কিন্তু পুলিশ কিংবা অপহৃত ইউপি সদস্যের স্ত্রী বিষয়টি এড়িয়ে গেছেন।

অপহৃত তৈয়বের স্ত্রী বাইশারীর মহিলা ইউপি সদস্য আয়েশা ছিদ্দকী বলেন, ভোররাতে তাঁর স্বামীসহ অপহৃতরা বাড়ি ফিরে আসেন।

গত শুক্রবার ভোরে চট্টগ্রাম থেকে বাইশারী ফেরারপথে মাইক্রোবাস থামিয়ে তিনজনকে অপহরণ করেছিল অস্ত্রধারী দুর্বৃত্তরা। অপহৃতদের মুক্তিপণ হিসেবে আট লাখ টাকা দাবি করেছিল তারা।