মৌলভীবাজারের আজিজও তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ

Looks like you've blocked notifications!
ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মৌলভীবাজারের আজিজুর রহমান রুকুল। ছবি : সংগৃহীত

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় মৌলভীবাজারের আরেকজন আজিজুর রহমান রুকুল নিখোঁজ রয়েছেন। তিনি সদর উপজেলার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কালিয়ারগাঁওয়ের মৃত সাদিকুর রহমানের ছেলে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে আজিজুর রহমান রুকুলের বড় ভাই মাধ্যমিক স্কুলের শিক্ষক মো. মুহিবুর রহমান মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে রুকুল সবার ছোট। রুকুল নিখোঁজ রয়েছে। তবে মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি।’

মুহিবুর রহমান বলেন, ‘আমার ভাই আমার সাথে বায়না ধরে লিবিয়া যাবে। আমি তার কথা অনুযায়ী টাকাপয়সা দিয়ে ঢাকা ট্রাভেলস নামের এজেন্সির মাধ্যমে লিবিয়া পাঠাই। আমার ইচ্ছে ছিল না যে তাকে বিদেশে পাঠাই। সর্বশেষ ৮ মে রাত ৮টা ১০ মিনিটে মোবাইল ফোনে সে আমাকে জানায়, এখন রওনা দিচ্ছি ইতালি যাওয়ার পথে। এরপর থেকে আমার ভাইয়ের সাথে আর কোনো যোগাযোগ নেই।’ কথা বলার একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

নিখোঁজ রুকুলের ভাতিজা মো. আলমগীর মিয়া সকালে মোবাইল ফোনে বলেন, ‘আমার চাচা লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ রয়েছেন। বাড়িতে সবাই কান্নাকাটি করছে।’

এদিকে স্থানীয় সাবেক ইউপি সদস্য রুমান আহমদ বলেন, ‘আমার গ্রামের সবাই নিখোঁজ রুকুলের বাড়ি যাচ্ছে খোঁজখবর নেওয়ার জন্য। গ্রামের মানুষ শোকে স্তব্ধ।’