চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই ভটভটি উল্টে নিহত ৩

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার রাতে ধানবোঝাই একটি ভটভটি উল্টে তিনজন নিহত হন। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত যান ভটভটি উল্টে তিনজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার পিরাসন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের বাসিন্দা শহিদুল, রাকিব আলী ও মোজাফফর হোসেন।

আহত ব্যক্তিরা হলেন ধোবড়া গ্রামের মুকিম, পিয়ারুল, রবু, দুলাল, ওমর, আমিনুল, মান্নান ও সাদ্দাম।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, গতকাল রাতে নাচোল উপজেলার নাকৈল এলাকা থেকে ধান কেটে ফিরছিল একটি ভটভটি। পিরাসন এলাকায় পৌঁছালে ধানবোঝাই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

পরে দ্রুত স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা আরো দুজনকে মৃত ঘোষণা করেন।

আহত বাকি আটজনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।