সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ডে শ্রমিক নিহত

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শিপ ব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিক মো. রুবেলের মরদেহ মর্গে রাখা আছে। ছবি : এনটিভি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শিপ ব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে মো. রুবেল নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

আজ বুধবার সকালে উপজেলার বারআউলিয়া এলাকার প্রিমিয়াম ট্রেড করপোরেশনের মাহিনুর শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস জানায়, আজ সকালে শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার কাজ করছিলেন শ্রমিকরা। সে সময় সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে বিকট আওয়াজে গ্যাস নির্গত হয়ে জাহাজে আগুন ধরে যায়। এতে ছয় শ্রমিক আগুনে দগ্ধ হন।

পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

আহত বাকি পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁরা বর্তমানে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন। আহতরা হলেন মামুনুল ইসলাম, মো. মাসুদ, সোহেল, জলিল ও আল আমিন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।