শিয়াদের ওপর হামলাটি ভয়াবহ : যুক্তরাজ্য
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেছেন, ‘শিয়াদের আশুরা উদযাপনের মিছিলে হামলাটি ভয়াবহ।’ অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট এক বিবৃতিতে একে ‘কাণ্ডজ্ঞানহীন হামলা’ বলেছেন।
পুরান ঢাকার হোসনি দালানের সামনে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এক টুইটার বার্তায় গিবসন এ কথা বলেছেন।
আজ শনিবার দেওয়া ওই টুইটার বার্তায় রবার্ট গিবসন বলেন, ‘এই ধরনের সহিংসতা ও অসহিষ্ণুতা গ্রহণযোগ্য নয়। ক্ষতিগ্রস্তদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।’
মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, ‘পুরান ঢাকায় হোসনি দালানের বাইরে শিয়াদের মিছিলে এই কাণ্ডজ্ঞানহীন হামলায় আমি মর্মাহত এবং হামলায় হতাহত এবং তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে ধর্মীয় সহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। এই সংকটময় মুহূর্তে আমরা বাংলাদেশি মানুষ ও বাংলাদেশ সরকারের পাশে রয়েছি।’
রাজধানীর নাজিমউদ্দিন রোডে হোসনি দালানের সামনে গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়। আহত হয়েছে শতাধিক লোক। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।