নেতৃত্ব দেন, না হলে আমাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন

বিএনপির নেতৃত্বের ব্যর্থতার দিকে ইঙ্গিত করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়াম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, দুঃশাসন হঠাতে প্রয়োজনে তিনি নেতৃত্বের দায়িত্ব নিতে প্রস্তুত। তিনি বলেন, ‘বিএনপি নেতাদের অনুরোধ করব। আপনারা নেতৃত্ব দেন, না হলে আমাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন।’
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এলডিপি আয়োজিত ‘মধ্যবর্তী নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে বিএনপির অবস্থানের সমালোচনা করেন।
সভায় অলি আহমদ বলেন, ‘বিএনপি সংসদে গেছে এবং এই সরকারকে বৈধতা দিয়েছে— এইটাই হলো বাস্তবতা। খালেদা জিয়াকে মুক্ত যদি নাও করতে পারি তবু আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যেতে হবে।’
এলডিপির চেয়ারম্যান বলেন, ‘আন্দোলন হলে, তার পরই খালেদা জিয়া মুক্ত হতে পারবেন। এখন যদি না হয়, অন্যভাবে আমাদের করতে হবে। কিন্তু তার জন্য প্রয়োজন ঐক্য। বিএনপিকে অনুরোধ করব, বিএনপি নেতাদের অনুরোধ করব, আপনারা নেতৃত্ব দেন, না হলে আমাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন।’
খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যা করণীয় সে ব্যাপারে পদক্ষেপ নিতে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় আলোচনায় সভায়।
আলোচনায় সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়াকে বের করে আনতে হলে যে সামগ্রিক আন্দোলন প্রয়োজন সেই আন্দোলনের মূল ভূমিকা বিএনপিকেই রাখতে হবে।’
এ ছাড়া এলডিপির ওই আলোচনা সভায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘মানুষ আশায় আছে, তাকিয়ে আছে, কবে বের হবেন বলুন। ঠিক করেন, কবে বেরুবেন। ওই দরকষাকষি বাদ দেন, ওইগুলো পরে কইরেন।’
এ ছাড়া একই দিন জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল আওয়ামী পার্টি আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার বিএনপি চেয়ারপারসনকে অন্যায়ভাবে কারাবন্দি করে রেখেছে। আন্দোলন ছাড়া খালেদা জিয়া এবং দেশবাসীর গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা সম্ভব নয়।
নজরুল ইসলাম খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য লড়াই হবে ইনশা আল্লাহ। আমরা দ্রুত আন্দোলন সংগ্রাম করে খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে জোরদার করব।