১৭ জনের বিরু‌দ্ধে অভি‌যোগ পাওয়া গেছে : ছাত্রলীগ

Looks like you've blocked notifications!
গতকাল বুধবার দিবাগত মধ্যরা‌তে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভা‌পতির রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে এক জরুরি সংবাদ স‌ম্মেল‌ন করেন ছাত্রলীগের নেতারা। ছবি : এনটিভি

ছাত্রলীগের নবগ‌ঠিত ক‌মি‌টি‌তে প্রাথ‌মিক ত‌থ্যের ভি‌ত্তি‌তে ১৭ জনের বিরু‌দ্ধে অভি‌যোগের তথ্য পাওয়া গে‌ছে ব‌লে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

গতকাল বুধবার দিবাগত মধ্যরা‌তে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভা‌পতির রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে এক জরুরি সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান নেতারা। নবগঠিত কমিটি নিয়ে কয়েক দিন ধরে পদবঞ্চিতদের তুমুল বিক্ষোভের মধ্যেই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘বি‌ভিন্ন গণমাধ্যম ও সামা‌জিক যোগা‌যোগমাধ্যমে আমরা জান‌তে পে‌রে‌ছি, মু‌ক্তিযুদ্ধের চেতনাবি‌রোধী, বিবা‌হিত, অছাত্র, মামলার আসামিসহ নানা অভি‌যো‌গে অভিযুক্ত ১৭ জ‌নের নাম আমরা প্রাথ‌মিকভা‌বে পে‌য়ে‌ছি। আগামী ২৪ ঘণ্টার ম‌ধ্যে অভিযুক্ত‌দের তথ্য-প্রমাণ সা‌পে‌ক্ষে অভি‌যোগ প্রমা‌ণিত হ‌লে তাঁদের ব‌হিষ্কারের মাধ্যমে পদ শূন্য ঘোষণা ক‌রে বঞ্চিত‌দের স্থান ক‌রে দেব।’

এ সময় ১৭ জ‌নের নাম তু‌লে ধ‌রেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাঁরা হ‌লেন—সহসভাপ‌তি তানজিল ভুঁইয়া তান‌ভীর, সুরঞ্জন ঘোষ, আরে‌ফিন সি‌দ্দিক সুজন, আতিকুর রহমান খান, বরকত হাওলাদার, শাহ‌রিয়ার বিদ্যুৎ, মাহমুদুল হাসান তুষার, আমিনুল ইসলাম বুলবুল, তৌ‌ফিকুল হাসান সাগর, সা‌দিক খান,  সোহানী হাসান তি‌থি, মুনমুন নাহার বৈশাখী, দপ্তর সম্পাদক আহসান হাবীব, উপসম্পাদক রু‌শি চৌধুরী, আফ‌রিন লাবণী।

‌আন্দোলনকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ ক‌রে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ব‌লেন, ‘আমরা স্পষ্ট বল‌তে চাই, সারা দে‌শে সবার প্রত্যাশা পূরণ নাও হ‌তে পা‌রে, প্রতিবা‌দের ভাষা হ‌তে হ‌বে গণতা‌ন্ত্রিক। যারা সংগঠ‌নে বিশৃঙ্খলা ক‌রেছে, তা‌দের ছাড় দেওয়া হ‌বে না। তা‌দেরও ব‌হিষ্কার করা হ‌বে।’

সংবাদ স‌ম্মেল‌নে ছাত্রলীগ সভাপ‌তি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ব‌লেন, যাদের বিরু‌দ্ধে অভিযোগ এসেছে, তা‌দের‌ যেমন ব‌হিষ্কার করা হ‌বে; যারা বিশৃঙ্খলা ক‌রেছে, তাদের‌ও ব‌হিষ্কার করা হ‌বে।

‌বিল‌ম্বে ক‌মি‌টি দেওয়ার প‌রও কেন এত অভিযোগ—জান‌তে চাইলে ছাত্রলীগ সাধারণ সম্পাদক ব‌লেন, ‘সদ্য সা‌বেক‌দের কাছ থে‌কে সহ‌যো‌গিতা পাইনি ব‌লেই এমন হ‌য়ে‌ছে।’

এক‌টি মে‌য়ের সঙ্গে অন্তরঙ্গ ছ‌বি সামা‌জিক যোগা‌যোগমাধ্যমে ছ‌ড়ি‌য়ে পড়ার বিষ‌য়ে জান‌তে চাইলে ছাত্রলীগ সভাপতি ব‌লেন, ‘বান্ধ‌বী থাক‌তে পা‌রবে না, এমন‌টি ছাত্রলী‌গের কোথাও নেই। পদ চ‌লে গে‌লে জান‌তে পার‌বেন সে কে।’