বিডিআর বিদ্রোহের আসামিসহ ২ কারাবন্দির মৃত্যু

Looks like you've blocked notifications!

ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই আসামি মারা গেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

তাঁরা হলেন নারায়ণগঞ্জের ফতুল্লার জামাল ড্রাইভার (৬৫) ও হাবিবুর রহমান (৫২)। হাবিবুর বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন।

গতকাল বুধবার দুপুরের দিকে জামাল এবং সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমানের মৃত্যু হয়।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রবিউল ইসলাম জানান, গতকাল দুপুর ১টার দিকে কারাগার থেকে অচেতন অবস্থায় হাজতি জামালকে (৬৫) উদ্ধার করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বিডিআর বিদ্রোহ মামলার আসামি হাবিবুর দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। সেখান থেকে গত ৩ মে অসুস্থতাজনিত কারণে তাঁকে ঢামেক হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাবিবুর বাংলাদেশ রাইফেলসের (বিডিআর)  হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন।