অতিরিক্ত আইজিপি পদে চার পুলিশ কর্মকর্তাকে বদলি
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে বাংলাদেশ পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এঁদের ভেতরে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম ছাড়া বাকি তিনজন উপমহাপরিদর্শককে (ডিআইজি) অতিরিক্ত আইজিপি পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত একটি সরকারি আদেশে বদলির এই তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, পুলিশ অধিদপ্তরের মোহাম্মদ শফিকুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত আইজিপি পদে বদলি করা হয়েছে। নৌপুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশে আরো বলা হয়েছে, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি পদে বদলি করা হয়েছে।