পাবনায় ঝড়ে গাছ ভেঙে রেললাইনে, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

Looks like you've blocked notifications!

পাবনায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ায় রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। চার ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।  

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনার ভাঙ্গুড়ায় কালবৈশাখী ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ বঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন প্রায় চার শতাধিক যাত্রী নিয়ে ভাঙ্গুড়ার শরৎনগর স্টেশনে আটকা থাকে। পরে রাত ১০টায় ট্রেনটি গন্তব্যস্থলে রওনা দেয়।

বড়ালব্রিজ স্টেশনের সহকারী মাস্টার আল মামুন হোসেন বলেন, ‘গাছ সরানোর কাজ চলছে। রাত দশটার দিকে মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’