বাড্ডায় কালবৈশাখীতে দেয়াল ধসে নিহত ২

Looks like you've blocked notifications!

রাজধানীর উত্তর বাড্ডায় কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে দুই ব্যক্তির প্রাণহানির ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে দেয়াল ধসে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন গাবতলী থেকে ডেমরা রুটের যাত্রীবাহী বাস অসীম পরিবহনের টিকেট চেকার বুলবুল বিশ্বাস (২৪)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

দেয়াল ধসের ব্যাপারে বুলবুলের সহকর্মী মামুন শেখ জানান, গতকাল সন্ধ্যায় ঝড়ের সময় বুলবুল বাড্ডা প্রাণ আরএফএলের গাড়ি পার্কিংয়ের দেয়ালের পাশে দাঁড়িয়েছিলেন। সে সময় দেয়াল ধসে পড়লে বুলবুল ও পাশ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী (২৮) গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, গতকাল ঝড়ে উত্তর বাড্ডায় দেয়াল ধসে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এক ব্যক্তি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত বুলবুলের মামা রাজিব হোসেন জানান, নড়াইলের নড়াগাতি উপজেলার আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে বুলবুল মিরপুর বাংলা কলেজ থেকে মাস্টার্স শেষ করে বাসের চেকারের কাজ করতেন। তিনি গাবতলীর বাগবাড়ি এলাকায় থাকতেন।

এ ছাড়া একই সময়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্যান্ডেল ধসে পড়ে একজন নিহত হয়েছেন।