দুই বাঘাবাড়ী ঘিকে ২২ লাখ টাকা জরিমানা

Looks like you've blocked notifications!

হাইকোর্ট ও বিএসটিআইয়ের নির্দেশনা অমান্য করে বাঘাবাড়ী ঘি উৎপাদন করার দায়ে দুই ‘বাঘাবাড়ী স্পেশাল গাওয়া ঘি’কে ২২ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুটি প্রতিষ্ঠান সিলগালাও করেছে অভিযান পরিচালনাকারী দলটি।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর দক্ষিণ গোড়ানের বাগানবাড়ি এলাকায় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়।

সারওয়ার আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অমান্য করে দক্ষিণ গোড়ানের বাগানবাড়ি এলাকায় ঘি নির্মাণের দায়ে বাঘাবাড়ী স্পেশাল গাওয়া ঘিকে ১০ লাখ টাকা জরিমানা করে সিলগালা করা হয়েছে। এ ছাড়া একই এলাকায় আরেকটি বাঘাবাড়ী ঘির সন্ধান পাই আমরা। সেটা নিম্নমানের ঘি ও নকল ঘি! ওই প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করে সেটাও সিলগালা করে দিয়েছি।’

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘বাঘাবাড়ী স্পেশাল গাওয়া ঘির মালিকের নাম ওলিল ঘোষ। তিনি ১২ মে পর থেকে তাঁর প্রতিষ্ঠানের সিসিটিভি বন্ধ করে রেখেছেন। যাতে করে ঘি তৈরির কোনো প্রমাণ না থাকে কারো কাছে। প্রথমে সে তো স্বীকারই করেনি যে, তাঁর প্রতিষ্ঠানে ঘি তৈরি করা হচ্ছে। কিন্তু আজ সকালেও তিনি ঘি তৈরি করেছেন। এসব প্রমাণ দেখালে পরে চুপ করে যায়।’

সারওয়ার আলম আরো বলেন, ‘এছাড়া একই এলাকায় আরেকটি বাঘাবাড়ী স্পেশাল গাওয়া ঘির সন্ধান পাই আমরা। যেটা হুবহু এই ঘির নকল। সেখানে অভিযান পরিচালনা করেছি। তাদের ১২ লাখ টাকা জরিমানা করেছি। এই প্রতিষ্ঠানের মালিকের নাম ওশিদ ঘোষ।’