হোসেনী দালানে বিস্ফোরণের ঘটনায় ৪ জন আটক
পুরান ঢাকার হোসেনী দালানের সামনে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে চকবাজার থানার পুলিশ। পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, বিস্ফোরণের কিছুক্ষণ পর ঘটনাস্থলের আশপাশ থেকে তাদের আটক করা হয়।
শনিবার ভোর ৪টার দিকে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা এখন পুলিশের গোয়েন্দা সংস্থার হেফাজতে আছে বলেও জানান তিনি।
আজিজুল হক আরো জানান, রাত ২টার আগ থেকে সন্দেহভাজন ঘোরাফেরার কারণে সিসিটিভি ক্যামেরা দেখে তাদের আটক করা হয়েছে। র্যাব, পুলিশের পাশাপাশি বোমা বিশেষজ্ঞদল ঘটনাস্থলে কাজ করছে। তদন্ত শেষে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পুরান ঢাকার হোসেনী দালানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শতাধিক লোকজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সানজু (১৬) নামের একজন মারা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতের মধ্যে নারী ও শিশুসহ ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা শেষে কিছু লোককে ছেড়ে দেওয়া হয়েছে।