সোনা উদ্ধারের পর আত্মসাৎ: তিন পুলিশ সদস্য গ্রেপ্তার

Looks like you've blocked notifications!

চোরাকারবারিদের কাছ থেকে সোনা উদ্ধারের পর তা আত্মসাতের অভিযোগে যশোরের শার্শা থানার তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া তিনজন হচ্ছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) তবিবুর রহমান ও রঞ্জন কুমার মিত্র এবং কনস্টেবল তুষার সরকার।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন জানান, অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে আটকের পর মঙ্গলবার তাদের আদালতে নেওয়া হয়। আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

আনছার উদ্দিন জানান, ১৯ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই তিন পুলিশ সদস্য শার্শা উপজেলার সামটা জামতলা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে দুই ব্যক্তির কাছ থেকে আটটি সোনার বার উদ্ধার করেন। এরপর তাদের ছেড়ে দিয়ে সোনার বারগুলো আত্মসাৎ করেন তাঁরা। ওই দুই ব্যক্তি হচ্ছেন শার্শা উপজেলার মহিষাকুড় গ্রামের সাজেদুর রহমান ও আকতারুল ইসলাম। এদিকে গোপনে বিষয়টি জানতে পারেন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। ওই দিন রাতেই তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এএসআই তবিবুর রহমানের পকেট থেকে সোনাগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে পরের দিন ২০ মে তিনজনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়। মঙ্গলবার দুপুরের দিকে তাদের আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।