বিলুপ্ত ছিটমহলে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত ছিটমহল দহল খাগড়াবাড়ীতে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। আজ রোববার সকাল ১০টার দিকে সেখানে যাওয়ার কথা রয়েছে তাঁর।
বাংলাদেশ ব্যাংক গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক (জিএম) এ এফ এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশের মানচিত্রে সদ্য অন্তর্ভুক্ত দহলা খাগড়াবাড়ীর বাসিন্দাদের জীবনমানসহ আর্থসামাজিক অবস্থা সরেজমিনে দেখবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ড. আতিউর রহমান ছিটমহলের নাগরিকদের মধ্যে বিভিন্ন সহায়তা দেবেন এবং ব্যাংক মেলার উদ্বোধন করবেন। মেলায় ৪০টি ব্যাংকের স্টল থাকবে।
গভর্নরের আগমন উপলক্ষে দহলা খাগড়াবাড়ী ছিটমহলকে বর্ণিলভাবে সাজানো হয়েছে। ছিটমহলবাসীর মধ্যে খুশির ঝিলিক।
দেশের বিভিন্ন ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা এরই মধ্যে খাগড়াবাড়ীতে অবস্থান করছেন। সব প্রস্তুতি শেষে এখন গভর্নরকে বরণ করার পালা।
সকালে গভর্নরের আগমনের পরপরই খাগড়াবাড়ীতে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে কৃষিঋণ বিতরণ করা হবে। একই অনুষ্ঠানে করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে স্থানীয়দের মধ্যে সেলাই মেশিন, নলকূপ, সোলার প্যানেল, কৃষি উপকরণ বিতরণ করা হবে। এ ছাড়া ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণসহ স্বাস্থ্যসম্মত স্যানিটেশন স্থাপন ও স্কুল নির্মাণে সহায়তা দেওয়া হবে।
সফরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান ও এস এম রবিউল হাসান, যুগ্ম পরিচালক মো. ওছমান গণি, প্রটোকল উপবিভাগের কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা ড. আতিউর রহমানের সফরসঙ্গী হবেন বলে জানা গেছে।