উগ্রবাদে বাংলাদেশও বাদ যাবে না : সাখাওয়াত হোসেন

Looks like you've blocked notifications!
আজ বৃহস্পতিবার সুজন আয়োজিত সমসাময়িক রাজনীতি শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ছবি : এনটিভি

উদার গণতন্ত্রের অনুপস্থিতিতে দেশে দেশে যেভাবে উগ্রবাদ ঢুকে পড়ছে, তাতে বাংলাদেশও বাদ যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে আয়োজিত সমসাময়িক রাজনীতি শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন সাখাওয়াত হোসেন। সুশাসনের জন্য নাগরিক-সুজন এ বৈঠকের আয়োজন করে।

এ সময় সাখাওয়াত হোসেন বলেন, ‘লিবারেল ডেমোক্রেটিক প্রসেসটা আমরা যেভাবে সংকুচিত করছি, সেখানে আল্ট্রা ন্যাশনালিস্টরা যদি ঢোকে, আর এটা হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। কারণ এটা এখন সমগ্র বিশ্বে সংক্রামক ব্যাধির মতো হচ্ছে, আইদার আল্ট্রা রাইটিস্ট খ্রিস্টান, আল্ট্রা রাইটিস্ট হিন্দুত্ব, আল্ট্রা রাইটিস্ট ইসলাম, এটাকে আপনি আটকাতে পারবেন না। এটাকে আপনি জঙ্গি বলেন, এটাকে আপনি যাই বলেন না কেন, ইট ইজ আ বিগ ওপিয়াম।’

এ সময় নাগরিক সমাজের অনেকেই অভিযোগ করেন, বাংলাদেশে উদার গণতন্ত্রের অভাবে রাষ্ট্রীয় ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে।

গণতন্ত্রকে মজবুত অবস্থায় ধরে রাখার যে বিশেষ দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর বর্তায়, তা কমিশন কতটা পালন করতে পেরেছে, সে নিয়ে বেশ কিছু অভিযোগ উঠে এসেছে আলোচকদের বক্তব্যে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।