ঢাকায় মতলব প্রগতিশীল প্রকৌশলী পরিষদের ইফতার

Looks like you've blocked notifications!
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশের সম্মেলন কক্ষে চাঁদপুরের মতলব প্রগতিশীল প্রকৌশলী পরিষদের ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা। ছবি : সংগৃহীত

ব্যাপক উৎসাহ ও সংযমের মাধ্যমে মুসলিম উম্মাহ পালন করছে পবিত্র রমজান। তারই ধারাবাহিকতায় চাঁদপুরের মতলব প্রগতিশীল প্রকৌশলী পরিষদ আয়োজন করে ইফতার ও দোয়া মাহফিল।  

বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশের সম্মেলন কক্ষে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও ইফতারের প্রথম ভাগে পবিত্র কোরআন তিলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব প্রগতিশীল প্রকৌশলী পরিষদের আহ্বায়ক প্রকৌশলী শহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন পরিষদের যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মো. জুলহাস মিয়া। স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার মিজানুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলবের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. প্রকৌশলী আমিনুল হক, এমআইএসটির প্রকৌশলী ড. এ কে এম নুরুল আমিন, সিআইপি প্রকৌশলী কামরুল আহসান, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, উপসচিব  ইঞ্জিনিয়ার এম এ লতিফ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বোরহান উদ্দিন, ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফেরদৌস আলমসহ আরো অনেকে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. হারুন-আর-রশিদ, মজিবুর রহমান খোকন,  জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান, মো. জামাল হোসেন নাহিদ, সারোয়ার কামাল, জয়নাল আবেদীন সিকদার, মো. তাজুল ইসলাম, দিপন চন্দ্র বর্মণ, আবু বকর বিপুল, কামরুল হাসান কিরণ, শাহীন সরদার, মো. মঞ্জুর আহমেদ টিটুসহ তিন শতাধিক প্রকৌশলী।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল মতলবের সব প্রকৌশলীকে মতলবের জন্য কাজ করার আহ্বান জানান এবং দেশ ও জাতির  মঙ্গল কামনায় দোয়া করেন।  

বিশেষ অতিথির বক্তব্যে অতিথিরা সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আশ্বাস দেন। যেকোনো বিষয়ে  পরামর্শ  ও সহযোগিতার মনোভাব প্রকাশ করেন। 

ইফতারের আগে দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।