সড়ক নিরাপত্তা আইনের বিধি প্রণয়ণের দাবি
দেশে সড়ক দুর্ঘটনা কমাতে এবং এর সঙ্গে জড়িতদের বিচারের জন্য দ্রুত নতুন সড়ক নিরাপত্তা আইনের বিধি প্রণয়ন করে তার সঠিক বাস্তবায়ন চায় বিভিন্ন সংগঠন।
আজ শুক্রবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে সরকারের কাছে এ দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বক্তারা জানান, বাংলাদেশে গড়ে প্রতি বছর ২১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায়। এছাড়া আহত হয় ৩৪ লাখের মতো। তাই সড়ক দুর্ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত বিচারের জন্য নতুন আইনের বাস্তবায়ন চান তারা।
লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সড়ক নিরাপত্তা আইন যেটা করেছে সরকার। তার উপযুক্ত বিধিমালা তৈরি করা হবে, কিন্তু সেটা গত আট নয় মাসেও হয় নাই। আমাদের দাবি, সড়কে যদি বিশৃঙ্খলা রোধ করা না যায় তাহলে এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে না। অবস্থার উন্নতির জন্যে সরকার উদ্যোগ গ্রহণ করবে এবং সরকার আন্তরিক হবে এইটাই আমাদের প্রত্যাশা।’
মানববন্ধনে বাপা, গ্রিন ভয়েস ও পরিবেশ উদ্যোগসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ২৫ এপ্রিল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রী ফাহমিদা হক লাবণ্য নিহত হন। অ্যাপভিত্তিক সেবা ‘উবার’র মোটরসাইকেলে করে ইউনিভার্সিটিতে যাচ্ছিলেন তিনি। একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লাবণ্য মারা যান।