সাংবাদিক ফাগুন হত্যার বিচারের দাবিতে ঝিনাইগাতীতে মানববন্ধন

তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুন হত্যার বিচার দাবিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষ মানববন্ধন করেছে।
আজ রোববার সকালে ঝিনাইগাতী প্রেসক্লাব ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইহসান রেজা ফাগুন নিউজ পোর্টাল প্রিয় ডটকমের সহসম্পাদক ছিলেন। ২১ মে ঢাকা থেকে ট্রেনে নিজ বাড়ি শেরপুরে ফেরার পথে জামালপুরের নান্দিনায় দুর্বৃত্তদের হাতে খুন হন তিনি।
ওই হত্যার প্রতিবাদে আজ শেরপুর-ঝিনাইগাতী সড়কের দুই পাশে ঝিনাইগাতী থানা মোড়ে দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন পর্যায়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি এম খলিলুর রহমানের সভাপতিত্বে এবং শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল হক মনিরের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সহসভাপতি জি এম বাবুল, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী টিটু, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন সোহেল, শেরপুর সদর উপজেলা কমিনিস্ট পার্টির সভাপতি সুলেমান আহমেদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এ কে এম ছামেদুল হক, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, দিনমনি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা সাংবাদিক সংস্থার সভাপতি সাংবাদিক হারুন, শিশু সাংবাদিক মোশারফ হোসাইন প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে তরুণ সাংবাদিক ফাগুনের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ২১ মে দুর্বৃত্তের হাতে নিহত হন তরুণ সাংবাদিক এহসান রেজা ফাগুন। জামালপুর সদর উপজেলার নান্দিনা রানাগাছা এলাকায় রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।