পাবনায় ‘ডাকাত সরদার’ গ্রেপ্তার

Looks like you've blocked notifications!

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের করিয়াল গ্রাম থেকে আজ রোববার ভোরে আনিসুর রহমান আনিস (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে আট বোতন ফেনসিডিল পাওয়া যায় বলে পুলিশ দাবি করেছে।

সাঁথিয়া থানার পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার জাকির হোসাইনের নেতৃত্বে পুলিশ আজ ভোর ৫টার দিকে করিয়াল গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও আন্তজেলা ডাকাতদলের সরদার আনিসুর রহমান আনিসকে আট বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, আনিসের বিরুদ্ধে সাঁথিয়া ও সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় অর্ধডজন ডাকাতির মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তিনি নগরবাড়ী-বগুড়া মহাসড়কে ডাকাতি করতেন।