মানিকগঞ্জে পেট্রলবোমা উদ্ধার

Looks like you've blocked notifications!
মানিকগঞ্জ শহরের তৃপ্তি প্লাজার সামনে থেকে উদ্ধার করা তিনটি পেট্রলবোমা। ছবি : আহমেদ সাব্বির

মানিকগঞ্জ শহরের তৃপ্তি প্লাজা এলাকা থেকে তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে এই মার্কেটের সামনে একটি মোটরসাইকেল থেকে এ পেট্রলবোমা উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, পেট্রলবোমা নিয়ে এক যুবক মানিকগঞ্জ শহরের তৃপ্তি প্লাজা মার্কেটে যাচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় হাজির হয়। এ সময় পুলিশের অবস্থান টের পেয়ে দুই যুবক একটি মোটরসাইকেল থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ মোটরসাইকেলে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে তিনটি পেট্রলবোমা উদ্ধার করে।

পালিয়ে যাওয়া দুই যুবকের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া গ্রামের আকাশ মিয়া (২৪)। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।