অপরিপক্ব আম পেড়ে জেলে গেলেন বৃদ্ধ জয়নাল

Looks like you've blocked notifications!
সাতক্ষীরায় নিজ বাগানের অপরিপক্ব আম পাড়ার দায়ে কারাদণ্ডাদেশ পাওয়া কৃষক জয়নাল আবেদিন। ছবি : এনটিভি

নিজ বাগানের অপরিপক্ব আম পেড়ে জেলে গেলেন ৫৫ বছরের কৃষক জয়নাল আবেদিন। তাঁকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা অনাদায়ে চারদিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ১০ মণ কাঁচা আম্রপালি জাতের আম জব্দ করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন জানান, জয়নাল আবেদিন (৫৫) আজ সকালে তাঁর বাগান থেকে বিপুল আম্রপালি জাতের অপরিপক্ব আম পেড়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠান। এ খবর পেয়ে তিনি সেখানে পৌঁছে জয়নাল আবেদিনকে ফের কাঁচা আম পাড়তে দেখেন।

কৃষি কর্মকর্তা জানান, আম্রপালি জাতের আম আগামী ৮ জুন থেকে পাড়ার কথা। তার আগেই এ আম পেড়ে তিনি প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করেছেন। পাশাপাশি অপরিপক্ব আম বাজারজাত করে ক্রেতা সাধারণের সঙ্গে প্রতারণা করেছেন। এসব অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাতক্ষীরার সহকারী কমিশনার (ভূমি) রনি আলম নুর জয়নালকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে ২০০ টাকা জরিমানা অনাদায়ে চার দিনের কারাদণ্ডের আদেশ দেন।