ভারতীয় মহিষের মাংসে রং মিশিয়ে গরু বলে বিক্রি, দুজনকে কারাদণ্ড

Looks like you've blocked notifications!
রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে ভারতীয় মহিষের মাংসে লাল রং মিশিয়ে গরুর মাংস বলে বিক্রি করার দায়ে দুই দোকানিকে দুই মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। ছবি : স্টার মেইল

রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে ভারত থেকে নিয়ে আসা হয় মহিষের মাংস। হিমায়িত সেই মাংসে লাল রং মিশিয়ে গরুর মাংস বলে বিক্রি করা হচ্ছিল। এই অপরাধে দুটি দোকানের দুজনকে দুই মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে তাদের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সারওয়ার আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘দুই মাংস বিক্রেতা ভারত থেকে মহিষের মাংস রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে নিয়ে আসেন। ওই মাংসে শরীরের জন্য ক্ষতিকর এমন এক ধরনের লাল রং মেশান তাঁরা। এরপর সেই মাংস গরুর মাংস বলে বিক্রি করছিলেন। অভিযানে গিয়ে সব কিছু যাচাই-বাছাই করে দুটি দোকান থেকে দুজনকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছি।’

রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে ভারতীয় মহিষের মাংসে লাল রং মিশিয়ে গরুর মাংস বলে বিক্রি করার দায়ে দুই দোকানিকে দুই মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। ছবি : স্টার মেইল

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, একই বাজারে অন্য একটি দোকানে গিয়ে দেখা যায়, গরুর হিমায়িত মাংসে লাল রং মিশিয়ে তাজা গরুর মাংস বলে চালানো হচ্ছে। ওই দোকান  থেকে একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেকটি দোকানে গিয়ে দেখা যায়, ভেড়ার মাংস খাসির মাংস বলে বিক্রি করছে। ওই দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি দোকানে ক্রেতা সেজে গিয়ে দেখা যায়, গরুর মাংস সিটি করপোরেশন নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করছে। ওই দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাঁচটি দোকান থেকে অভিযানের সময় ছয় মণ মাংস জব্দ করা হয়।

রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে ভারতীয় মহিষের মাংসে লাল রং মিশিয়ে গরুর মাংস বলে বিক্রি করার দায়ে দুই দোকানিকে দুই মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। ছবি : স্টার মেইল