কুড়িগ্রামের রাজা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদরগঞ্জের জাতীয়পার্টির নেতা আতিকুর রহমান রাজার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। রাজা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।
আজ রোববার বেলা ১১টায় মাদারগঞ্জ বাজার এলাকায় এই মানববন্ধনে অংশ নেন জাতীয় পার্টির নেতা-কর্মীসহ স্থানীয়রা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বণিক সমিতির সভাপতি এস এম গোলাম মওলা, কেদার ইউপি চেয়ারম্যান ওয়াজিদুল কবির রাশেদ, বল্লভের খাস ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল সরকার, জাতীয়পার্টির জেলা সদস্য মাহবুব জামান রঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন, নিহত রাজার ছোট ভাই প্রভাষক আজিজুর রহমান রানা, শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সফিক সরকারসহ অন্যরা।
মানববন্ধন থেকে অবিলম্বে আতিকুর রহমান রাজার হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তা না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
গত ৭ অক্টোবর রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হাতে খুন হন জাতীয়পার্টির নেতা আতিকুর রহমান রাজা। এ ঘটনায় নিহতের ছোট ভাই প্রভাষক আজিজুর রহমান রানা কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।