ভৈরবে ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ভৈরব রেলওয়ে পুলিশ।  রোববার রাত ১০টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের পূর্বপাশের পানির ট্যাংকি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক পাঁচজন হলেন ভৈরব শহরের কমলপুর বাসস্ট্যান্ড এলাকার মাহমুদ হাসান জয় (১৯), কমলপুর এলাকার আমিনুল হক (১৯), গাছতলাঘাট এলাকার নূর মোহাম্মদ ইমন (২০), উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের আব্দুল্লাহ (২০) ও সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের দুলাল মিয়া (২০)।

আটক পাঁচজনের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আব্দুল মজিদ।

ভৈরব রেলওয়ে থানা সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে স্টেশনের পূর্বপাশের পানির ট্যাংকির নিচে একদল ছিনতাইকারী ছিনতাই করার খবরে উপপরিদর্শক মো. সূরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় এলাকাবাসীর সহায়তায় দেশীয় অস্ত্রসহ ওই পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।