রূপগঞ্জে নিহতের সংখ্যা বেড়ে ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও বেবিট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় চারজন নিহত হলেন। আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কর্ণগোপে ওই দুর্ঘটনায় তিনজন আহতও হন।
নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কাদের মিয়া (৬৫), সুইটি বেগম (২২) ও দুই বছর বয়সী শিশু লিমন। নিহত বেবিট্যাক্সির চালকের নাম জানা যায়নি। আহত ব্যক্তিরা হলেন সেন্টু মিয়া (৩০), আকলিমা বেগম (২২) ও চার বছর বয়সী শিশু শরীফা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, ঢাকা-সিলেট মহাসড়কে কর্ণগোপে যাত্রীবোঝাই বেবিট্যাক্সিটি একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ট্যাক্সিটির সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্যাক্সিটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। এলাকাবাসী ট্রাকটি আটক করে ভাঙচুর করে; কিন্তু চালক পালিয়ে যায়। বেবিট্যাক্সিটি কর্ণগোপ থেকে ভুলতা যাচ্ছিল।
হতাহত ব্যক্তিরা সবাই বেবিট্যাক্সির যাত্রী। তাঁরা সবাই ইটভাটার শ্রমিক এবং তাঁদের সন্তান বলে জানা গেছে।