করের টাকা জালিয়াতি, আয়কর অফিসের ছয়জন আটক

Looks like you've blocked notifications!
আটকের পর দিনাজপুর জেলার মামলার তিন আসামিকে দুদক কার্যালয়ে আনা হয়। ছবি : এনটিভি

জনগণের করের টাকা জালিয়াতির মামলায় দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলা থেকে আয়কর অফিসের ছয় কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দিনাজপুরের কার্যালয়।

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর ও পঞ্চগড় জেলার আয়কর কার্যালয়ের প্রায় দুই কোটি টাকা আত্মসাতের দুটি পৃথক মামলায় তাদের আটক করে দুদক। আটক ব্যক্তিরা করদাতাদের টাকা জালিয়াতির অভিযোগে দুর্নীতি প্রতিরোধ আইনের মামলার এজাহারভুক্ত আসামি।

আটক ব্যক্তিরা হলেন লালমনিরহাটের আয়কর কার্যালয়ের প্রধান সহকারী আব্দুল মজিদ, নীলফামারী আয়কর কার্যালয়ের উচ্চমান সহকারী ফিরোজ জামান, কুড়িগ্রাম আয়কর কার্যালয়ের সহকারী রফিকুল ইসলাম, পঞ্চগড় আয়কর কার্যালয়ের নিরাপত্তা প্রহরী রাজেকুল ইসলাম, দিনাজপুর আয়কর কার্যালয়ের অস্থায়ী সহকারী নীরেন চন্দ্র সরকার ও আক্তারুজ্জামান আপেল। দিনাজপুর জেলার মামলার তিন আসামিকে দুদক কার্যালয়ে আনা হয়।

দুদকের দিনাজপুর কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আরো কেউ এসব অপরাধে জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আটক কর্মকর্তা-কর্মচারীদের আদালতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।