নেইল কাটারের চাকু দিয়ে শিশুকে গলা কেটে হত্যা
রাজশাহীর পুঠিয়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে নেইল কাটারের চাকু দিয়ে এক শিশুকে (৭) গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির সৎবাবাকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার সেনভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রিফাত হোসেন। আটক সৎবাবার নাম মোহাম্মদ আলী।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, মোহাম্মদ আলী সাত বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর আগে তিনি হিন্দু ছিলেন। সাত মাস আগে তিনি বুলবুলি নামের এক নারীকে বিয়ে করেন। শিশু রিফাত হোসেন বুলবুলি খাতুনের প্রথম স্বামীর সন্তান। প্রথম স্বামীকে তালাক দিয়ে মোহাম্মদ আলীকে বিয়ে করেন বুলবুলি।
আটকের পর অভিযুক্ত মোহাম্মদ আলী পুলিশকে জানিয়েছেন, তাঁর স্ত্রী বুলবুলি নতুন করে সন্তান নিতে না চাওয়ায় সৎসন্তান রিফাতকে হত্যা করেছেন তিনি। হত্যার আগে রিফাতকে তরমুজ কিনে দেওয়ার নাম করে নাটোর শহরে নিয়ে যান মোহাম্মদ আলী। পরে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার সেনভাগ এলাকায় রিফাতকে এনে নেইল কাটারের চাকু দিয়ে গলা কেটে হত্যা করেন তিনি। এরপর বাসায় চলে যান মোহাম্মদ আলী। তবে বাসায় গিয়ে পরিবারের লোকজন রিফাতের কথা জানতে চাইলে তিনি রিফাতকে দেখেননি বলে দাবি করেন। একপর্যায়ে রিফাত সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে পরিবারের সদস্যদের জানান মোহাম্মদ আলী। তাঁর কথামতো পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রিফাতের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
ওসি শাকিল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিফাতের গলাকাটা মরদেহ উদ্ধার করে। পরে মোহাম্মদ আলীকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি সবকিছু স্বীকার করেন। তাঁর বিরুদ্ধে থানায় হত্যা মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে আদালতে তাঁর বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান ওসি শাকিল আহমেদ।