ইসলামিক টিভির চেয়ারম্যান সর্দার সাহাবুদ্দীন মিন্টুর ইন্তেকাল
সম্প্রচারে বন্ধ থাকা বেসরকারি টিভি চ্যানেল ইসলামিক টেলিভিশনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিচালক সর্দার সাহাবুদ্দীন মিন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার রাজধানীর ঢাকা গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইসলামিক টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফরিদুল আকবরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুর জেলায় জন্ম নেওয়া সর্দার মিন্টু নড়াইল জেলায় বসতি স্থাপন করেন। তবে তিনি রাজধানী ঢাকার ব্যবসায়ী হিসেবে সুনামের সঙ্গে জীবন পার করেছেন। তিনি দুই বছর ধরে নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন।
সর্দার মিন্টুর জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।