উঠানে খড় রাখায় ভাই, ভাবি ও ভাতিজার হাতে খুন

Looks like you've blocked notifications!
জয়পুরহাটে বাড়ি ভিটার উঠানে খড় রাখাকে কেন্দ্র করে বুধবার বড় ভাই, ভাবি ও ভাতিজার ছুরিকাঘাতে একজন খুন হন। ছবি : এনটিভি

জয়পুরহাটে বাড়ির ভিটার উঠানে খড় রাখাকে কেন্দ্র করে বড় ভাই, ভাবি ও ভাতিজার ছুরিকাঘাতে হারুনুর রশীদ নামের একজন খুন হয়েছেন। বুধবার সকালে জয়পুরহাটের সদর উপজেলার ঈশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বড় ভাই ছলিম উদ্দিন ও ভাতিজা তৌহিদ উদ্দিনসহ চারজনকে আটক করেছে পুলিশ।

জয়পুরহাট সদর থানার পরিদর্শক মো. মোমিনুল হক জানান, বুধবার সকালে হারুনুর রশীদ তাঁর বাড়ির সামনের উঠানে খড় শুকানোর কাজ করছিলেন। এ সময় ওই খড়গুলো রাখাকে কেন্দ্র বড় ভাই ছলিম উদ্দিন, ভাবি গোলাপ বানু ও ভাতিজা তৌহিদ উদ্দিনের সঙ্গে হারুনুর রশীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা হারুনুর রশিদের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা হারুনুর রশীদকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।