তথ্য অধিকার আইন নিয়ে পাবনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

Looks like you've blocked notifications!
‘তথ্য অধিকার আইন ও নৈতিকতা’ বিষয়ে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা। ছবি : এনটিভি

জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘তথ্য অধিকার আইন ও নৈতিকতা’ বিষয়ে পাবনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে রোববার বেলা সাড়ে ১১টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মনজুর এ মওলা, সাংবাদিক আবদুল মতিন খান ও সাংবাদিক এ বি এম ফজলুর রহমান।

সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবার আন্তরিকতা প্রয়োজন। তা না হলে এ আইন বাস্তবায়ন সম্ভব নয়। সভায় জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।