টেকনাফে সাড়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার

Looks like you've blocked notifications!

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ লাখ ৪০ হাজার ইয়াবার একটি চালান উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ওমর খাল এলাকা থেকে ইয়াবার ওই চালানটি উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়সাল হাসান খান জানান, গতকাল রাতে মিয়ানমার থেকে বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করছে বলে খবর পায় বিজিবি। ওই সংবাদের ভিত্তিতে দুটি বিশেষ টহল টিম নিয়ে নাফ নদীতে অভিযানে যান তিনি। সে সময় হস্তচালিত নৌকায় পাঁচ থেকে সাতজন চোরাকারবারীর একটি দল ওমর খাল পয়েন্ট দিয়ে যাওয়ার মুহূর্তে বিজিবি তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে নৌকাটি ডুবিয়ে দিয়ে কেওড়া বনে পালিয়ে যায় পাচারকারীরা।

পরে নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে পাঁচ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান বিজিবি কর্মকর্তা। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য আনুমানিক ১৬ কোটি ২০ লাখ টাকা বলে জানান তিনি।