‘টিআইবির প্রতিবেদন ও আইএস অভিযোগ একই সূত্রে গাঁথা’

Looks like you've blocked notifications!

জাতীয় সংসদ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন এবং দেশে আইএসের জঙ্গিবাদী কার্যক্রমের অভিযোগ একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, এগুলো সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশ।

আজ সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের প্রস্তুতি সভায় হানিফ এ মন্তব্য করেন। জেলহত্যা দিবস উপলক্ষে ২ নভেম্বর আওয়ামী লীগের জনসভার প্রস্তুতি নিয়ে ছাত্রলীগের এ সভা আয়োজন করা হয়।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ বলেন, বাংলাদেশে কোনো জঙ্গিবাদী সংগঠনের কার্যক্রম নেই।  বাংলাদেশে আইএস আছে, এমন অভিযোগ আন্তর্জাতিক চক্রান্তের অংশ। 

টিআইবির প্রতিবেদনের সমালোচনা করে আওয়ামী লীগ নেতা বলেন, কার্যকর বিরোধী দল হিসেবে বিএনপির চেয়ে সক্রিয় এখন জাতীয় পার্টি। কী মানদণ্ডের ভিত্তিতে টিআইবি তার প্রতিবেদন তৈরি করে তাও জানতে চান তিনি।